আজমির রহমান রিশাদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি ।।
বৈশ্বিক মহামারী করোনার প্রাদুর্ভাবের কারণে ক্ষতিগ্রস্ত দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ফুড প্যাকেজ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চার শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে রেড ক্রিসেন্ট সোসাইটি, নীলফামারী ইউনিট।
আজ বুধবার (১২ মে) নীলফামারী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি কার্যালয়ে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত করা হয়। ফুড প্যাকেজের মধ্যে ছিলঃ- ৭.৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি, ০.৫ কেজি সুজি।
আজকের কার্যক্রমে উপস্থিত ছিলেন- নীলফামারী জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ইউনিট লেভেল কর্মকর্তা ফজলুল করিম, সেক্রেটারী হাসিনা আহামেদ, নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ সরকার, নীলফামারী জেলা যুব রেড ক্রিসেন্ট সোসাইটির যুবপ্রধান শাকিল হাসান চৌধুরী প্রমুখ নেতৃবৃন্দ।