শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ০৯:৫৩ অপরাহ্ন

নোয়াখালীতে ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৩৭
শাহাদাত হোসেন রাসেল নোয়াখালী প্রতিনিধিঃ / ৭৯ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে ১ জন, জেলায় করোনা রোগী শনাক্ত ১৩৭ জন। ৫২৭ জনের নমুনা পরীক্ষার বিপরীতে এ ফল পাওয়া গেছে, এতে ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহের বিপরীতে সনাক্তের হার ২৬.০৫ শতাংশ।

এ নিয়ে নোয়াখালীতে মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০৫২ জন, মোট আক্রান্তের হার ১১.৩০ শতাংশ। গত ২৪ ঘন্টায় সেনবাগে মৃত ১ জন সহ জেলায় মোট মৃতের সংখ্যা ১৪১ জন, মৃত্যুর হার ১.২৮ শতাংশ। করোনা আক্রান্ত হয়ে মৃতদের মধ্যে সদর উপজেলায় ২৭জন, সুবর্ণচরে ৩জন, বেগমগঞ্জে ৪৮ জন, সোনাইমুড়িতে ০৮ জন, চাটখিল ১৩ জন, সেনবাগ ২০ জন কোম্পানীগঞ্জ ৪ জন, কবিরহাট ১৮ জন।

২৯ জুন (মঙ্গলবার) জেলা সিভিল সার্জন ডাঃ মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৭৯ জন, সুবর্ণচরে ৫ জন, হাতিয়া ১ জন, বেগমগঞ্জে ৬ জন, সোনাইমুড়িতে ৫ জন, চাটখিল ৭ জন, সেনবাগ ৩ জন, কোম্পানীগঞ্জ ১৮ জন, কবিরহাট ১৩ জন।
তিনি আরও জানান, আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪৬৬ জন। শনাক্তের তুলনায় সুস্থতার হার ৬৭.৫৫ শতাংশ।

এ দিকে কোভিড় ডেডিকেটেড হাসপাতাল (শহীদ ভুলু স্টেডিয়াম) এ ভর্তি রয়েছেন ৩৭ জন, আইসোলেশনে রয়েছেন ১৬ জন।
নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় বিভিন্ন উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে চলমান বিশেষ লকডাউনের মেয়াদ ২৫ জুন থেকে ২ জুলাই রাত ১২ পর্যন্ত বাড়ানো হয়েছে।
উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে ২য় ধাপে শুরু হবে কঠোর লকডাউন। এতে জরুরী সেবা সমূহ ছাড়া সব ধরণের যানবাহস, ব্যবসা প্রতিষ্ঠান সহ সকল অফিস আদালত বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ