নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালী
করেছে মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজলা ও বসুরহাট পৌরসভা শাখা।
১১ই ডিসেম্বর (শনিবার) সকাল ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সভা কক্ষে
মানবাধিকার কমিশন কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক এএইচএম মান্নান মুন্নার সভাপতিত্বে মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়।
বসুরহাট পৌরসভা শাখার সাধারণ সম্পাদক সুলতান নাসির উদ্দিন মুন্নার সঞ্চালনায়, বক্তব্য রাখেন, লুৎফুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, জাহাঙ্গীর আলম মীরন সিনিয়র সহ-সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, মোঃ করিমুল হক সাথী, সিনিয়র সহ-সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, হেদায়েত উল্লাহ চৌধুরী বাদল সহ-সভাপতি, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, আবু আনছার কাওছার, সভাপতি বসুরহাট পৌরসভা শাখা, সাংবাদিক শাহাদাত হোসেন রাসেল, সহ- সাংগঠনিক সম্পাদক কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, মোঃ খাজা মাইন উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, সাংবাদিক মোঃ সাহাদাত হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক, কোম্পানীগঞ্জ উপজেলা শাখা, মোঃ এনায়েত উল্যাহ, নির্বাহী সদস্য কোম্পানীগঞ্জ উপজেলা শাখা। আব্দুল আজিজ, সমাজ কল্যাণ সম্পাদক, বসুরহাট পৌরসভা শাখা।
উক্ত সভায় বক্তারা মানবাধিকার কর্মীর করনীয়- বর্জনীয়, সামাজিক বিভিন্ন সমস্যা ও সমাধান, মানবাধিকার বিষয়ক আইন, বাল্য বিবাহ ও নারী নির্যাতন রোধ, সমাজে মানবাধিকার প্রতিষ্ঠার বিষয়ে ব্যাপক আলোচনা করেন। আলোচনা অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের সামনের রাস্তায় র্যালী ও কয়েকজন দুস্থ্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরনের পর মানবাধিকার দিবসের অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করা হয়।