বাংলাদেশের বংশধর জন্মসূত্রে বাংলাদেশি দীর্ঘ ১৫ বছর আগে নারায়ণগঞ্জে বসবাস করতেন পরিবার নিয়ে। স্বাবলম্বী হওয়ার আশায় পরিবার নিয়ে পাড়ি জমান কোলকাতা, বর্তমানে কোলকাতা নিউ টাইউনে পরিবারসহ ঐ দেশের নাগরিকত্ব নিয়ে বসবাস করছেন। পেশায় একজন মেডিসিন ব্যবসায়ী।
দুলাল দাসের পৈত্রিক ভিটা বাংলাদেশ হওয়ায় বাংলাদেশে দীর্ঘদিনের যাতায়াত। বৃষ্টি ঝড়ঝঞ্ঝা বহু সমস্যার সম্মুখীন হয়ে বহু লাইন যানযট পেরিয়ে ফেরি পার হয়েছেন বহুবার।
দুলাল দাস এই প্রতিবেদককে বলেন, বাংলাদেশের দুই যুগ আগে যে সেতুর পরিকল্পনা শুরু হয়েছিল, সেই পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে আমাদের স্বপ্ন পূরণ হলো। এপার থেকে ওপার. আজ সেই স্বপ্নের পদ্মাসেতু উদীয়মান..আজ কত মানুষের কষ্টের নিরসন হলো।
এখন শুধু আমরা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হবে এক নজিরবিহীন সৃষ্টির দিকে, এই সেতু অহংকারের, এই সেতু গৌরবের. এই সেতু এক আত্মমর্যাদার।
বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা
শেখ হাসিনা ‘শত প্রতিকূল অবস্থার মধ্যেও এই সেতু নির্মাণের করেছেন এই যুগান্তকারী পদক্ষেপ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।”