পদ্মা নদীর ওপর নির্মিত বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ সেতুটি উদ্বোধন উপলক্ষে দাউদকান্দি উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ জুন শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে
বর্ণাঢ্য আনন্দ র্যালি শুরু হয়ে পৌর সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা অডিটোরিয়ামে ডিসপ্লের মাধ্যমে সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর ( অব.) মোহাম্মদ আলী সুমন তিনি বলেন, আমার টাকায় পদ্মা সেতু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাস্তবায়ন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে আজ স্বপ্নপূরণের বাস্তব প্রতিচ্ছবি পদ্মা সেতু।
বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদ্মা সেতু নির্মাণকাজের নিজেদের টাকায় পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্তকে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে স্যালুট জানাই।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরি লিলু মিয়া, পৌর প্যানেল মেয়র ও কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবউদ্দিন রকিব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নোমান সরকার, ইউপি চেয়ারম্যান শাহজাহান ভূঁইয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল মাহমুদসহ আরও অনেক।