দাউদকান্দি উপজেলা পাঁচগাছিয়া ইউনিয়নের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোশাররফ হোসেনের উদ্যোগে পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সহায়তায় বাজারখোলা গ্রামের পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ মাঠে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
রোববার ১৫ আগস্ট সকাল সাড়ে ৯টায় পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ মাঠে আলোচনা সভা ও গরীব অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট ব্যাবসায়ী সমাজ সেবক আলহাজ্ব মোশাররফ হোসেন। দাউদকান্দি উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য মোঃ আলীনুর প্রধানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন , পাঁচগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন চৌধুরী, পাঁচগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ রতন সরকার, ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ওয়ার্ড মেম্বার মোঃ নাছির উদ্দিন বেপারি, সাবেক ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ মামুন আলম, দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ এডভোকেট এনামুল হক।
ছাত্র লীগের নেতা মোঃ মাসুদ সরকার, ছাত্র লীগের নেতা মোঃ রাজিব হোসেন, শ্রমিক লীগের নেতা মোঃ হেলাল উদ্দিন, রসিদ ফরাজী,কবির হোসেন প্রধান,নাজির আহমেদ কাজী,গিয়াসউদ্দিন প্রধান, মালেক পাটোয়ারী,রায়হান আহমেদ লিটন উপস্থিত ছিলেন।