ফরিদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) এর প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে ফরিদপুর শহরের টেপাখোলা জামে মসজিদে বাদ জোহর দোয়া ও মিলাদ মাহ্ফিল এর আয়োজন করে জেলা স্বেচ্ছাসেবক দল। পাশাপাশি জিয়াউর রহমানের স্মরনে ফরিদপুর প্রেসক্লাব সহ শহরের বিভিন্ন স্থানে অসহায় দুস্থদের মাঝে দুপুরের খাবার বিতরন করে ফরিদপুর মহানগর স্বেচ্ছাসেবক দল।এ সময় স্বেচ্ছাসেবক দল ফরিদপুর জেলা শাখার আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সহ ফরিদপুর জেলা বি এন পির স্বাস্থ্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফ হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসানুর রহমান মৃধা,যুগ্ন আহবায়ক মাহফুজুর রহমান সবুজ শেখ সুলতান মাসুদ জাহিদুল ইসলাম জাহিদ আরিফ হোসেন সাজ্জাত হোসেন সুব্রত রবিদাস সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।