জীবন ও স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে স্থিতিশীল রাখার লক্ষ্যে ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট অতুল সরকার এর নির্দেশক্রমে ও বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) তাসলিমা আলীর পরামর্শক্রমে বিশেষ মোবাইল কোর্ট পরিচালিত হয়। ৩০ মে রবিবার অত্র কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদুর রহমান এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় হোটেল রেষ্টুরেন্টে স্বাস্থ্য সম্মত পরিবেশ ও নিরাপদ খাদ্য সুনিশ্চিত করণে এবং সর্বিপরি সার্বজনিন স্বাস্থ্য বিধি মেনে মুখে মাস্ক ব্যাবহারে শত ভাগ নিশ্চিত করার বিষয়ে জনসাধারনকে সচেতন করেন। এ ছাড়াও ফরিদপুর শহর এলাকার ব্যাবসয়িক প্রাণ কেন্দ্র হাজী শরিয়াতুল্লাহ বাজার এলাকায় চলমান এই মোবাইল কোর্ট পরিচালনার সময় বেশ কিছু সংখ্যক ব্যাবসায়ির নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের চাক্ষশ প্রমান পরিলক্ষিত হওয়ায় তাৎক্ষনিক দেশের প্রচলিত সংশ্লিষ্ট আইন মোতাবেগ বিভিন্ন পর্যায়ে অর্থ দন্ড আরোপ ও আদায় করা হয়। প্রচলিত এই মোবাইল কোর্ট পরিচালনায় প্রসিকিউশন অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর মোঃ বজলুর রশীদ খান। জেলা পুলিশ প্রশাসনের একটি টিম এই সময় আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সার্বিক সহযোগিতা করেন। জনসচেতনতা রক্ষার্থে ভষ্যিতে এরনের কার্যক্রম অব্যহত থাকবে বলে জানা গেছে।