কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় সাম্প্রতিক কুমিল্লা সহ সারা দেশের সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ ছাত্রলীগের ফুলবাড়ী উপজেলা শাখা।
ছাত্রলীগের সভাপতি তৌকির হোসেন তমাল ও সাধারণ সম্পাদক হ্যাভেন এর নেত্রীত্বে শোভাযাত্রাটি ফুলবাড়ী বাজার থেকে শুরু করে ফুলবাড়ীর ওলি-গোলী প্রদক্ষিণ করে ফুলবাড়ী মডেল জছিমিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অবস্থান করে।
শোভাযাত্রায় অংশ নেয় ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সকল ধর্মের নেতা কর্মীবৃন্দু। পরে তারা সম্প্রীতি সমাবেশ করেন। উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন সাম্প্রদায়িক অপশক্তিকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে না বাংলাদেশ ছাত্রলীগ। ধর্ম যার যার রাষ্ট্র সবার, অপশক্তি কারীদের কঠোর হুশিয়ারি এবং দুষ্কৃতিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি তুলে ধরেন ছাত্রলীগের নেতাকর্মীরা।