জামালপুরের বকশীগঞ্জে তৃতীয় দিনের মতো ভায়া (জরায়ু মুখ ও স্তন ক্যান্স্যার পরীক্ষা)ক্যাম্প চলছে।
আজ শুক্রবার সকালে(১৭ই সেপ্টেম্বর ২০২১) বকশীগঞ্জ পৌরসভার দড়িপাড়া কমিউনিটি ক্লিনিকে ভায়া ক্যাম্প পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী।
জানা যায়, ঢাকা থেকে আগত অভিজ্ঞ মহিলা ডাক্তার ও তাদের টিম দ্বারা অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে ৫ দিনব্যাপী ভায়া ক্যাম্প আগামী রোববার ১৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন ৪টি কমিউনিটি ক্লিনিকে ৫দিনে ২০টি কমিউনিটি ক্লিনিকে সকাল ১০টা থেকে দুপুর ১:৩০ মিনিট পর্যন্ত ভায়া পরিক্ষা চলছে।
উল্লেখ্য যে,উপজেলার ৩০ থেকে ৬০ বছর বয়সের সকল বিবাহিত মহিলাদের পরীক্ষা করা হচ্ছে। ভায়া পরিক্ষায় আগ্রহী মহিলাদের কেন্দ্রে আসার সময় জাতীয় পরিচয় (NID) পত্রের ফটোকপি ও প্রত্যেকের আলাদা আলাদা সচল মোবাইল নাম্বার সঙ্গে আনতে হবে।