জামালপুরের বকশীগঞ্জে উপজেলা প্রশাসনের তিন কর্মকর্তার বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বিদায়ী তিন ( ৩) কর্মকর্তা হলেন এলজিইডির উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম , উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন ও আমার বাড়ি আমার খামারের উপজেলা সমন্বয়কারী মাহবুবুর রহমান।
আজ বুধবার তিন কর্মকর্তার বিদায় উপলক্ষে ২৫ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিদায় সংবর্ধনার আয়োজন করে উপজেলা অফিসাস ক্লাব।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা, বকশীগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুর রহিম, উপজেলা ভাইস চেয়ারম্যান জুমান তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন স্মৃতি, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ,বিদায়ী কর্মকর্তা আমিনুল ইসলাম, জাকির হোসেন , মাহবুবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুলতান মাহমুদ, সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, বগারচর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, নিলক্ষিয়া ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার, মেরুর চর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিরা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।