জামালপুরের বকশীগঞ্জে ২০২১-২০২২ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৪ ই নভেম্বর ২০২১) দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সরকারি গণগ্রন্থাগার মিলনায়তনে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) ডাঃস্নিগ্ধা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, সহসভাপতি নুরুল আমিন ফোরকান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অনুপ সিংহ, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ, পৌর আওয়ামী লীগ নেতা আবদুল হামিদ সহ বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ জানান, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ মুগ ও মসুর ফসলের জন্য পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নের ৪ হাজার ৫০০ কৃষককে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।