জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অসহায় প্রতিবন্ধীদের মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সামির ছাত্তার।
আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি ২০২২) বিকালে বকশীগঞ্জ সদর ইউনিয়নের মতি বাজার ও সাধুরপাড়ার গাজীরপাড়া বাজার এলাকায় প্রতিবন্ধী পরিবার ও এলাকাবাসীর সাথে মতবিনিময় পরবতীতে নগত অর্থ বিতরণ করেন।
গাজীরপাড়া বাজার এলাকায় মতবিনিময়কালে বীরমুক্তিযোদ্ধা মুশফিকুর রহিম ছালাম, বীরমুক্তাযোদ্ধা ফজল হক গাজী,ভিপি রিপন, ব্যবসায়ী খোকন আকন্দ, সাখাওয়াত হোসেন, জিসান হাবিব, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু উপস্থিত ছিলেন।
তিনি উপজেলার অন্যান্য ইউনিয়নেও নগত অর্থ করবেন বলে জানা যায়।