মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০২:০৫ অপরাহ্ন

বকশীগঞ্জে ২১জনের করোনা শনাক্ত
বকশীগঞ্জ প্রতি‌নি‌ধি, মোঃশামীমুল ইসলাম তালুকদার / ১৬৫ ভিউ
সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

জামালপুরের বকশীগঞ্জে একুশ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

 

আজ শ‌নিবার ( ৩রা জুলাই ২০২১) বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জামালপুর জেলা হ‌তে প্রাপ্ত রি‌পো‌র্টে মোট একুশ জনের করোনা শনাক্ত হয়। একইসা‌থে আজ ধানুয়াকামালপুর ইউ‌নিয়ন অন্তগত গেদরা এলাকায় একজন ম‌হিলা ক‌রোনায় মারা গি‌য়ে‌ছেন।

উপ‌জেলায় এ নি‌য়ে ‌মোট ৫৭ জন ক‌রোনা প‌জি‌টিভ হ‌লেন।

অপর‌দি‌কে বকশীগঞ্জে করোনা সংক্রমণ রোধে লকডাউনের তৃতীয় দিনে কঠোর হয়েছে উপজেলা প্রশাসন,শনিবার উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা ও সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস উপ‌জেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং ক‌রেন এবং লকডাউনে অকারণে ঘুরাঘুরি, স্বাস্থ্য বিধি না মানার কারণে তের‌টি(১৩)টি মামলায় অর্থদন্ড প্রদান করেছেন।

এদিকে শহরে জনসমাগম ঠেকাতে বকশীগঞ্জ বাস স্ট্যান্ড মোড় , মালিবাগ মোড়, পানহাটি মোড়, উপজেলা মোড়ে,পুরাতন গরুহাটি মোড়ে অবস্থান নেয়।

 

উপজেলা নিবাহী অফিসার মুন মুন জাহান লিজা জানান, সরকারের দেওয়া লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন মাঠে নিরলস কাজ করে যাচ্ছে, কেউ বিনা কারণে ঘর হতে বের হলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ