জামালপুরের বকশীগঞ্জে করোনা সংক্রমণ প্রতিরোধে ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
সোমবার দুৃপরে বকশীগঞ্জ পৌর শহরে উপজেলা নির্বাহী অফিসার মুন মুন (ইউএনও) জাহান লিজা এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এ সময় যাত্রীবাহী ১টি বাসকে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান ও মাস্ক, হ্যালমেটবিহীন ভাবে চলাচল করায় একজনকে ৫০০/-টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মুনমুন জাহান লিজা। এসময় পথচারী যাদের মুখে মাস্ক নেই তাদেরকে উপজেলা প্রশাসনের পক্ষে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ভ্রাম্যমান আদলত পরিচালনায় আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডাঃসিগ্ধা দাস ও বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যবৃন্দ।
ইউএনও মুন মুন জাহান লিজা জানান,জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করেন তিনি।