আজ ৪ নভেম্বর ২০২১ খ্রি. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ- ২০২১ উদযাপন উপলক্ষে বকশীগঞ্জ উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ শফিকুল ইসলাম এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ ফায়ার স্টেশনের অফিসার ইন চার্জ জনাব মোঃ তুহিনুল হক।
এবার “মুজিব বর্ষে শপথ করি
দুর্যোগে জীবন- সম্পদ রক্ষা করি” এ প্রতিপাদ্য নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২১ পালিত হবে।।
এ উপলক্ষে বকশগিঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা আয়োজিত উদ্ধাধনী সভায় বক্তব্যে বলেন,সীমিত জনবল এবং ইকুইপমেন্ট নিয়ে বকশীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন নিরলস কাজ করে যাচ্ছে।
বকশীগঞ্জবাসীর জরুরি প্রয়োজনে (Emergency) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিটি সদস্য দক্ষতা, নিষ্ঠার সাথে কাজ করে যাবে এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।