জামালপুরের বকশীগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক অনুধ্ব ১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩০শে মে ২০২১) বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়,খেলায় বকশীগঞ্জ সদর একাদশ ও কামালপুর একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে খেলাশেষে বিজয়ী কামালপুর একাদশ ও রানার্সআপ বকশীগঞ্জ সদর একাদশ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয় ।
বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয় মাঠে আজকের ম্যাচে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এবং পুরস্কার বিতরণ করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার,বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুনমুন জাহান লিজা,সহকারী কমিশনার (ভূমি ) স্নিগ্ধা দাস,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম সম্রাট,পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগড়,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রতাপ নন্দী,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সওয়ার জাহান,বকশীগঞ্জ এনএম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাসুমুল হক সিদ্দিকী,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমিন স্মৃতি,কামালপুর ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল,মেরুর চর ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ,সদর ইউপি চেয়ারম্যান এলবাট মিয়া,শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ,ধানুয়া কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরহাদ রেজা,বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আফসার উদ্দিনসহ প্রমুখ।