আজ শুক্রবার বিকালে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা গ্রামে বজ্রপাতে এ তিনজনের মৃত্যু হয়।
জানা যায়,পূর্ব কলকিহারা গ্রামের হর বাদশা(৫০) পিতা-মৃত মফিজুল হক এবং উজান কলকিহারা গ্রামের খলিল (৬০) পিতা-মৃত কালা মিয়া মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হন। অপরদিকে পূর্ব কলকিহারা গ্রামের আকিজা বেগম (৩৫) স্বামী-আঃ খালেক বাড়ির উঠানে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান।
তাংক্ষনিকভাবে ভাটিকলকিহারা গ্রামের আশরাফ আলীর একটি গরু এবং নিলক্ষিয়া ইউনিয়নে পাগলাপাড়া গ্রামে ভ্রাম্যামান ১৫টি শুকর বজ্রপাতে মারা গিয়েছে বলে জানা যায়।।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।