জামালপুরের বকশীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৬ই জুন ২০২১) সকাল ১০:০টায় বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মুনমুন জাহান লিজা প্রধান অতিথি হিসাবে আলোচনা সভা ও র্যালিতে অংশগ্রহণ করেন,সভাপতিত্ব করেন সহকারী কমিশনার( ভূমি ) সিগ্ধা দাস। আলোচনা সভা ও র্যালিতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোক্তারুজ্জামান মোক্তার, আসাদুজ্জামান আসাদ, শফি কামাল, আবুল কালাম আজাদসহ অন্যান্যকর্মকর্তা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
বকশীগঞ্জ উপজেলা ভূমি অফিস কতৃক আয়োজিত ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে ৬ জুন হতে ১০ জুন পর্যন্ত সেবাগ্রহীতাদের তাৎক্ষণিকভাবে বিভিন্ন ভূমিসেবা ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্য/পরামর্শ/নির্দেশনা প্রদান করা হবে।