কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার পীঠস্থান শ্রী শ্রী মা মনসা বাড়ির নিবেদিত প্রাণ, ও মূল কমিটির সহ-সভাপতি বাবু রঞ্জিত সরকার আর আমাদের মাঝে নেই।আজ ২১ই জুলাই রোজ বুধবার সকাল ১১.৪৫ মিনিটে ঢাকার একটি হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পারিবারিক ভাবে জানানো হয়েছে যে, উনি ব্রেইন টিউমারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এবং সেখানে তার অস্ত্রোপচার ও হয়। শ্রী শ্রী মা মনসা বাড়ির এই নিবেদিত প্রাণ কে হারিয়ে, মায়ের দ্বীনভক্ত বৃন্দরা গভীর ভাবে শোকাহত। বাবু রঞ্জিত সরকারে এই প্রায়াণে গভীর ভাবে শোক প্রকাশ করেছে শ্রী শ্রী মা মনসা বাড়ির যুব সংঘ।এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে।