যুবলীগ নেতাকে হত্যার উদ্দিশ্যে কুপিয়ে আহত করার প্রতিবাদে উপজেলা যুবলীগের সভাপতির বিরুদ্ধে বরগুনার আমতলীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের মানুষ।
আজ বেলা ১২ টার দিকে আমতলী পৌরসভার সামনে থেকে হাজারো লোকের একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের বেশ কিছু সড়ক প্রদক্ষিন করে আমতলী চৌরাস্তায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা। মিছিল ও সমাবেশে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অামতলীর মেয়র মতিয়ার রহমানসহ অাওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা।
গত ২১ মে উপজেলা যুবলীগের এক কর্মীকে কুপিয়ে অাহত করে সন্ত্রাসীরা। পরে এ ঘটনায় ১২ জুন উপজেলা যুবলীগ সভাপতি জি.এম. মুসাসহ ১৫ জনকে অাসামী করে আমতলী থানায় একটি মামলা দায়ের করেন।