বরিশালের হিজলায় মরা মাছের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী,হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে খালে বাঁধ দিয়ে মাছ চাষ,ক্ষতি হচ্ছে লেমুয়া গ্রামের রাস্তা – মাছ খাওয়া থেকে বঞ্চিত হচ্ছে দুই পাড়ের গরীব অসহায় জনগন, স্থানীয় সূত্রে জানা গেছে এমপি ভক্ত হানিফ-মৎস্য প্রকল্প পরিচালনা করছেন সভাপতি সুলতান মাহমুদ টিপু শিকদারের।
স্থানীয় বসবাসকারী জনগনের কথা :-জাল নিয়ে নামলেই প্রতিদিনের খাবার মাছ হয়ে যেত,
বাজারের মালামাল বহনে নৌকা চলাচল করত,ধানের জমিতে সেচ কাজ চলতো,কিছু অসাধু লোকের জন্য হারাতে বসেছে নানান জাতের খালের মাছ।
দুই পারের জনগণের চাপা ক্ষোভ বিরাজ করছে,
জনস্বার্থে বাঁধ কেটে দেয়ার জন্য প্রশাসন ও নেতাদের দৃষ্টি আকর্ষণ করছে দুই পাড়ের জনগণ।