বিশ্বের দুই বৃহৎ টেক জায়ান্ট গুগল এবং আমাজন
এটি অবশ্যই অত্যন্ত আনন্দের সংবাদ বিশ্বের দুই বৃহৎ টেক জায়ান্ট গুগল ও আমাজন বাংলাদেশে ব্যাবসা করার জন্য রেজিস্ট্রেশন নিয়েছে। এতে তারা এদেশ থেকে প্রাপ্ত আয়ের ১৫% ভ্যাট সরকারকে দিবে। সেই সাথে তাদের টোটাল টার্নওভার ও অন্যান্য ফিফান্সিয়াল হিসাব ও প্রতি বছর সাবমিট করবে।
আমি বিশ্বাস করি তাদের দেখাদেখি আরো অনেক বড় কোম্পানি বাংলাদেশে ব্যাবসায় আগ্রহ প্রকাশ করবে এবং বিপুল সংখ্যক নতুন কর্মসংস্হানের সৃষ্টি হবে।
আনন্দের সংবাদ ও সতর্কতার অনুরোধ!
সরকারকে খেয়াল রাখতে হবে, তারা যেন কোন প্রকার আমলাতান্ত্রিক জটিলতা, পলিটিকাল বা আইনশৃঙ্খলা বাহিনীর হেরাজমেন্টের শিকার না হয়! এখন আমাদের দরকার জায়ান্টদের এই প্রবেশকে ভাল ভাবে ক্যাপিটালাইজ করা।
এবং অন্যান্য প্রতিষ্ঠানকে এদেশে বিনিয়োগে ইতিবাচক বার্তা পুরো পৃথিবীতে ছড়িয়ে দেয়া।
সহযোগিতায় কাজী শামীম আহসান (সোহেল)।