বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর পক্ষ থেকে ঘূর্ণিঝড় ইয়াসে শ্যামনগর উপজেলার ৩০০ ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনিবাহী সদস্য আমানুল্লাহ মারুফ,সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের সহ সমন্বয়ক ইয়াসিন আরফাত, হাফিজুর রহমান, উপজেলা ছাত্র অধিকার পরিষদের সমন্বয়ক আল মামুন সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ।
এ সময় কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের কার্যনিবাহী সদস্য আমানুল্লাহ মারুফ বলেন ক্ষতিগ্রস্থ উপকুলের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ছাত্র যুব ও প্রবাসী অধিকার পরিষদ এবং ভবিষ্যতে এই ধারাবাহিকতা অব্যহত রাখার কথা তিনি জানান এবং টেকসই ভেড়ি বাঁধ নির্মাণে সরকারে প্রতি জোর তাগিদ জানান।