শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:০১ অপরাহ্ন

বাকেরগঞ্জে তদন্ত ওসির ফাঁদে ৮১ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী পুলিশের খাঁচায়
মোঃ সুমন ভূঁইয় / ২২৯ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

বাকেরগঞ্জে তদন্ত ওসি সত্যরঞ্জন খাসকেলের কৌশলী ফাঁদে পা দিয়ে ৮১ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ নান্টু হাওলাদার এখন পুলিশের খাঁচায়। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাকেরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সত্য রঞ্জন খাসকেলের নেতৃত্বে এস আই মোঃ জহুরুল ইসলাম, এস আই মোঃ বশির উদ্দিন খান, এস আই মোঃ আবদুল্লাহ আল মামুন, এএসআই মোঃ ফারুক হোসেন, এএসআই সুজন মাঝি, এএসআই মোঃ শফিকুল ইসলামসহ পুলিশের একটি টিম উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রাম থেকে তাকে গ্রেফতার করেছে।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী মোঃ নান্টু হাওলাদার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামের ৫নং ওয়ার্ডের গ্রামের মৃত মোঃ শাহআলম হাওলাদারের ছেলে।

একই দিন সোমবার রাত ১০ টার সময় পুলিশ ৩০০ গ্ৰাম গাঁজাসহ মোঃ জলিল নামের আরেক মাদক ব্যবসায়ীকে নিয়ামতি ইউনিয়ন থেকে আটক করেছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ জলিল উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টেংরাখালী গ্রামের মোঃ খালেক সিকদারের ছেলে। এ ঘটনায় থানায় পৃথক দুইটি মাদক মামলা এজাহার করে মঙ্গলবার সকালে আসামীদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ওসি মোঃ আলাউদ্দিন মিলন বলেন, বাকেরগঞ্জ থানায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী কাউকেই ছাড় দেয়া হবেনা।মাদক মুক্ত বাকেরগঞ্জ উপজেলা গড়তে মাদক বিরোধী অভিযান আরো কঠোরভাবে পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ