হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহীর বাঘা উপজেলায় বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী রাজশাহী-৬ (চারঘাট -বাঘা) আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলম এমপি।
বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পরে নারায়নপুর পালপাড়া কেন্দ্রীয় সর্বজনীন দূর্গা মন্দির ও নারায়নপুর ঘোষপাড়া সর্বজনীন শিবমন্দির পরিদর্শন করেন ও শারদীয় দূর্গোৎসব উপলক্ষে সনাতন সম্প্রদায়ের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো, শাহরিয়ার আলম এমপি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মো, শাহরিয়ার আলম উপজেলার হিন্দু ধর্মালম্বী নেতা ও আগত ভক্তবৃন্দের সার্বিক খোঁজ-খবর নেন এবং তাদের সাথে শারদীয় শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা,বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ নসিম উদ্দিন,বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন, আড়ানী পৌরসভার ( ভারপ্রাপ্ত) মেয়র শ্রী কার্তিক হালদার, বাঘা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌর প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, বাঘা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারণ সম্পাদক অপুর্ব সাহা, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহমেদ বাপ্পি প্রমুখ।