দাউদকান্দি উপজেলার বারপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার-প্রচারণায় জমজমাট হয়ে উঠেছে এলাকায়।
১০ ফেব্রুয়ারী শুক্রবার সকালে, সর জমিনে গিয়ে দেখা গেছে বারপাড়া ইউনিয়নের জনগণের মনোনীত চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ সরকার নির্বাচনি গণসংযোগ ও প্রচারণা ঘিরে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
বারপাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আব্দুল ওয়াদুদ সরকারের পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছে এলাকাবাসী। বারপাড়া অবহেলিত ইউনিয়নকে একটি আধুনিক ও সেবাধর্মী প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করার জন্য তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা-মতবিনিময় সভাসহ এলাকার প্রতিটি ওয়ার্ডের জনগণের সাথে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে চেয়ারম্যান প্রার্থী আব্দুল ওয়াদুদ সরকার বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। নির্বাচনি প্রচার-প্রচারণা করতে গিয়ে ইনশাআল্লাহ ইউনিয়নবাসীর অভূতপূর্ব সাড়া পাচ্ছি। মানুষের ভালোবাসা ও স্বতঃস্ফূর্ত ভাবে আন্তরিকতা দেখে তাদের দাবীর প্রেক্ষিতে এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি।
আমি ইউনিয়নবাসীর কল্যাণে নিজের জীবনকে উৎসর্গ করে দিতেও প্রস্তুত। নির্বাচিত হলে নাগরিক সুযোগ-সুবিধা, ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে জনগনকে সাথে নিয়ে কাজ করে যাবো ইনশাআল্লাহ।