মোহাঃ মিনহাজ উদ্দিন বাশঁখালী প্রতিনিধি।
বাশঁখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে হালিমা নামের (১৮) এক যুবতির ভাসমান লাশ উদ্বার করেছে পুলিশ শনিবার সকাল ৬ টায় ৩নং ওয়ার্ডের জমিলা পাড়া খালে ঐ তরুণীর লাশ ভেসে উটে।
পারিবারিক সূত্রে জানা যায় হালিমা তার খালার বাড়িতেই বসবাস করতেন। হালিমা মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত হয় তিনি সমাজসেবা অধিদপ্তর থেকে মানসিক প্রতিবন্ধী ভাতা পেতেন।
বাশঁখালী থানার এস আই প্রদীপ কুমার সিংহ বলেন এখনো পর্যন্ত নিশ্চিত করে কোন কিছু বলা যাচ্ছে না আনোয়ারা সার্কেলের পুলিশ সুপার (এ এস পি) হুমায়ুন কবির স্যার পথে আছেন তিনি আসার পরে সিদ্বান্ত নিবেন।