দাউদকান্দি উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের নয়াচর গ্রামের মাঠে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে লাল দল – সবুজ দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নয়াচর গ্রামের বিশিষ্ট শিল্পপতি মোঃ মোশাররফ হোসেন তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে সুস্বাস্থ্য ও সমাজকে উন্নয়ন সহায়তা করে। বিজয়ের আনন্দ ছড়িয়ে পড়ুক ফুটবল ফুটবলপ্রেমীদের মাঝে।
ফুটবল খেলায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাজারখোলা গ্রামের সমাজ সেবক মোঃ আলমগীর হোসেন প্রধান, নয়াচর গ্রামের সমাজ সেবক আলহাজ্ব মনিত বেপারি, নয়াচর গ্রামের বিশিষ্ট শিল্পপতি মোঃ রাশেদুল ইসলাম মোল্লা।
বিজয়ের আনন্দ উপভোগ করতে ফুটবলপ্রেমীদের ঢল নামে মাঠে। শত শত দর্শকদের উপস্থিতে কানায় কানায় ভরে যায় মাঠ। ফুটবলাররাও লাল-সবুজে ভাগ হয়ে খেলেছেন ম্যাচ। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় ট্রাইবেকারে লাল দলকে হারিয়ে সবুজ দল চ্যাম্পিয়ন হয়। খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ আলী নূর প্রধান ও হেলাল উদ্দিন।
খেলায় রেফারির দায়িত্ব পালন করেন নন্দলালপুর গ্রামের মোঃ আমির হোসেন ও শফিউল্লাহ প্রধান।