জামালপুরের সরিষাবাড়ীতে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ড়াঃ মুরাদ হাসান এমপির পিতা ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১৩ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার (১৬ জুলাই) দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকাতে নানা কর্মসূচির মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
এ মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসুচী- কালো’ব্যাজ ধারণ, মিলাদ, দোয়া মাহফিল, জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, দলীয় পতাকা অর্ধনমিত করণ এবং প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ, দোয়া মাহফিল এবং আওনা ইউনিয়নের দৌলতপুর অ্যাডভোকেট মতিয়র রহমান কলেজ মাঠে প্রায় ৫০০ শতাদিক অসহায় দরিদ্র পরিবার ও শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে খাদ্য-সামগ্রী হিসেবে ছিলো-চাল, ডাল, তৈল, লবণ, চিনি, গুড়া দুধ, সুজি ইত্যাদি দিয়ে তৈরি প্যাকেট ও স্বাস্থ্য-সুরক্ষা সামগ্রী।এ সময় খাদ্য-সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ড়াঃ মুরাদ হাসান এমপি। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগে সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর রশিদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার অফিসার ইনর্চাজ (ওসি) মীর রকিবুল হক, সহকারী কমিশনার (ভূমি) ফাইজুল ওয়াসিমা নাহাত, উপজেলা যুবলীগ সভাপতি একেএম আশরাফুল ইসলাম, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, পৌর কাউন্সিল সাখায়াত আলম মুকুলসহ আওয়ামী লীগের ও অঙ্গ সংগঠনের সর্বস্তরে নেতাকর্মীরা।