নাটোরের বড়াইগ্রামে পারিবারিক কলহের জেরে মালেক নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
শনিবার দিবাগত রাতে উপজেলার আগ্রান বগুড়াপাড়া গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
মৃত মালেক হোসেন (৩৫) ওই গ্রামের গ্রামের আবুল হোসেনের পুত্র।
মৃতের বাবা জানান, পারিবারিক কলহের জেরে আমার ছেলে আত্মহত্যা করেছে। ছেলের বৌ আমাদের থেকে আলাদা থাকার জন্য প্রতিনিয়ত ছেলের সাথে ঝগড়া করতো। মাঝে মধ্যে পারিবারিক কলহ হলে বিভিন্ন সময়ে সালিশির মাধ্যমে সমাধানও করা হয়।
মৃত মালেকের মা ছামিরন বেগম বলেন, আজ রোববার (১৩ জুন) সকালে আমি ছেলের ঘরে বিদ্যুৎ বিলের কাগজ দিতে গেলে দেখি সে সিলিং ফ্যানের সাথে গামছা পেছিয়ে ঝুলে আছে।
এ বিষয়ে নিহত মালেকের স্ত্রী সালমা বেগম বলেন, আমার স্বামী আমার সাথেই শুয়ে ছিলেন। রাতে কখন যে উঠে গিয়ে পাশের রুমে এ কাজ করেছে বুঝতে পারিনি।
বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ রহিম জানান, আত্নহত্যার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মালেক নামের এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।ময়নাতদন্তের প্রতিবেদনের পরে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
এস ইসলাম, নাটোর
১০.০৬.২০২১
০১৭২৪২২৪২৬৬