কুড়িগ্রাম জেলা ভূরুঙ্গামারী উপজেলার নদী ভাঙ্গন ক্ষতিগ্রস্তদের মাঝে উপজেলা প্রশাসন ভূরুঙ্গামারীর উদ্দোগে উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মা ত্রাণ সহায়তা প্রদান করেন। উপজেলার শিলখুড়ী ইউনিয়ন এর কালজানি নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করার পর আজ ৬ জুলাই মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার দিপক কুমার দেব শর্মা ক্ষতিগ্রস্ত ১৫ জনের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে নগদ টাকা, খাদ্য ও টিন প্রদান করেন। জনপ্রতি ৩০০০( তিন হাজার) টাকা, ৮ টি টিন ও খাদ্য সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন শিলখুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইসমাইল হোসেন ইউছুফ। এসময় করোনাকালীন সাস্থ্যবিধী মেনে সব কার্যক্রম পরিচালনা করা হয়।