জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি, কুরআন নিকেতন মাদরাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম হাফেজ মাওলানা নুরুল আবসার মাসুম (রঃ)এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
৩জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় ময়মনসিংহ কুরআন নিকেতন মাদরাসা’র মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুরআন নিকেতন মাদরাসা’র প্রাক্তন ও বর্তমান ছাত্রদের প্রাণের সংঘটন ‘আবনায়ে কুরআন নিকেতন’এর উদ্যোগে পরিচালিত এ স্মরণ সভায় দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামগন উপস্থিত ছিলেন।
মাওলানা আবু রায়হান এর সঞ্চালনায় মাওলানা আব্দুর রহমান হাফেজ্জীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন,মুফতি মাহমুদুল হাসান, মুহতামিম, জামিয়াতুল উলুমিল ইসলামিয়া ঢাকা। মাওলানা উবায়দুল্লাহ ফারুক,শায়খুল হাদিস, জামিয়া মাদানিয়া বারিধারা। মাওলানা নাজমুল হাসান কাসেমী,মুহতামিম,জামিয়াতুন নূর আল কাসেমিয়া ঢাকা।মাওলানা ইয়াহইয়া মাহমুদ,মুহতামিম,জামিয়া আজমিয়া দারুল উলূম ঢাকা।মাওলানা আব্দুল হক,খতিব, ময়মনসিংহ বড় মসজিদ। মাওলানা হাবিবুল্লাহ রুশদী,ময়মনসিংহ। হাফেজ আব্দুল্লাহ, মুহতামিম,আনওয়ারুল কুরআন।মাওলানা রমিজুল ইসলাম,মুহাদ্দিস, জামিয়া ইসলামিয়া ময়মনসিংহ।
আরো উপস্থিত ছিলেন, ড.ওমর ইবনুল হাসান,উপপরিচালক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ। জনাব এহতেশামুল আলম,সভাপতি, ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগ। জনাব শাহরিয়ার মোহাম্মদ রাহাত,সিনিয়র যুগ্ম -আহ্বায়ক, ময়মনসিংহ জেলা যুবলীগ। প্রমুখ।
উল্যেখ্য,গত ১৮মে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা নুরুল আবসার মাসুম মৃত্যুবরণ করেন।এরপর ১৯মে জানাজা শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত মাদরাসার মাঠে দাফন করা হয়।