বিশ দলীয় জোটের অন্যতম শরীক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি, কুরআন নিকেতন মাদরাসা’র প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম হাফেজ মাওলানা নুরুল আবসার মাসুম (রঃ)এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আগামি কাল ৩ জুন বৃহস্পতিবার বিকেল ৩টায় ময়মনসিংহ কুরআন নিকেতন মাদরাসা’র মিলনায়তনে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কুরআন নিকেতন মাদরাসা’র প্রাক্তন ও বর্তমান ছাত্রদের প্রাণের সংঘটন ‘আবনায়ে কুরআন নিকেতন’এর উদ্যোগে এ অনুষ্ঠান পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে মরহুমের উস্তাদবৃন্দ,সাথীবৃন্দ ও অন্যান্য উলামায়ে কেরামগণ আলোচনা পেশ করবেন।
উল্যেখ্য,গত ১৮মে চিকিৎসাধীন অবস্থায় মাওলানা নুরুল আবসার মাসুম (রহ,) মৃত্যুবরণ করেন।এরপর ১৯মে জানাজা শেষে তাকে নিজের প্রতিষ্ঠিত মাদরাসার মাঠে দাফন করা হয়।