মানবতার আরেক দৃষ্টি স্থাপন করলেন বাঘারপাড়া উপজেলা তাঁতিলীগের সন্মানিত সভাপতি ও নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের আবুল সর্দার।শুক্রবার ২৮ মে নারিকেলবাড়ীয়া গ্রামের মনিরুল মোল্যার মেয়ে তানজিলা খাতুন(২০) এর যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বেরবাড়ীয়া গ্রামের ফজর উদ্দিনের ছেলে আরিফুল হোসেন(২২) এর সাথে নিজ খরচে বিয়ে দেন নারিকেলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব আবু তাহের আবুল সর্দার।এ বিবাহে বর এবং কনে দুজনেই সম্মতি দেন।এবং তাদের নতুন দাম্পত্য জীবনের জন্য সবার কাছে দোয়া চান
স্থানীয় বাসিন্দারা বলেন,তানজিলার মা মারা যাওয়ার কয়েকদিন পর তানজিলার বাবা দ্বিতীয় বিয়ে করে অন্যত্র চলে যায়,এখন মেয়েটি বড়ই অসহায়।তানজিলার মা মারা যাওয়ার পর থেকে তার বৃদ্ধ নানির কাছে মানুষ হয়।মাত্র চতুর্থ শ্রেনী পর্যন্ত লেখাপড়া করার সৌভাগ্য হয়েছে তানজিলার।
সুত্রে আরও জানা যায়,প্রায় আড়াই বছর আগে একবার বিয়েও হয়েছিলো তানজিলার,কিন্তু মাত্র ৪ দিন সংসার করার সৌভাগ্য হয়েছিলো তানজিলার।৪ দিন পর ভেঙ্গে যায় তার সংসার।তানজিলা তার নানির সাথে মানুষের বাড়ীতে কাজ করে,ও তাদের জীবিকা নির্বাহ করে।
এই খবর চেয়ারম্যান মহোদয়ের নজরে আসে,এবং তাৎক্ষণিক খোঁজখবর নেন ও সত্যতা নিশ্চিত করেন।তিনি বলেন এবং তাদেরকে আশা দেন তিনি নিজে দেখেশুনে ভালো একটি ছেলে দেখে তানজিলাকে বিয়ে দিবেন,এবং দিয়েও দিয়েছেন চেয়ারম্যান সাহেবের নিজ খরছে।
চেয়ারম্যান আবু তাহের আবুল সর্দার বলেন,এমন একটি মহোৎ কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।ভবিষ্যতে এমন আরও কাজ করবো ইনশাআল্লাহ।
ব্যতিক্রমী এই বিবাহ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথী,বাঘারপাড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ মিল্টন,বাঘারপাড়া উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক জুলফিক্কার আলী জুলাই,বাঘারপাড়া উপজেলার সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম,বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আলমগীর সিদ্দিকী,নারিকেলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য আসাদুজ্জামান চিশতী, ছাত্রলীগ নেতা সাগর হোসেন সহ আওয়ামিলীগ,ছাত্রলীগ,তাঁতীলীগের নেতৃবৃন্দ।