পরিবেশ বান্ধব, রিইউজেবল স্যানিটারি ন্যাপকিন স্কুল কলেজের মেয়েদের জন্য বানাচ্ছে সুকর্মা ফাউন্ডেশন।
স্কুল কলেজের মেয়েদের কাছে খুব সহজেই স্যানিটারি ন্যাপকিন পৌঁছানোর লক্ষ্যে প্রথম বারের মতো লালমাটিয়া মহিলা স্কুল ও কলেজে স্থাপন করা হলো স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন।
স্কুল, কলেজের মেয়েরা একটা ছোট একটি কার্ড পাঞ্চ করে পেয়ে যাবে স্যানিটারি ন্যাপকিন।
দোলা স্যানিটারি ন্যাপকিন ওয়াশেবল, সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব। যেখানে মেয়েরা ১০০-১৫০ টাকা খরচ করে প্রতি মাসে মাসিকের সময় স্যানিটারি ন্যাপকিন কিনছে। যাদের সামর্থ্য নেই তারা অসাস্থ্যকর কাপড়, গার্মেন্টসের ঝুট বা খড়কুটো ব্যবহার করছে সেখানে দোলা স্যানিটারি ন্যাপকিনে মাসে খরচ হচ্ছে মাত্র ১৭ টাকায় পিরিয়ড হোক সব মেয়ের জন্য নিরাপদ।
ব্লাডম্যান, জেসিআই ইন্ডিপেন্ডেন্ট এবং সুকর্মা ফাউন্ডেশন একসাথে কাজ করছে এই স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ইন্সটল এবং সাশ্রয়ী মূল্যে স্যানিটারি ন্যাপকিন ডিস্ট্রিবিউশন করে। প্রয়োজনীয় ফান্ড সহায়তা পেলে গ্রামের এবং শহরের পুরো বাংলাদেশের প্রতিটি গার্লস স্কুলে এই স্যানিটারি ন্যাপকিন পৌঁছে দেয়ার অংগীকার করছে সুকর্মা ফাউন্ডেশনের কো ফাউন্ডার শেখ সুহানা