টাংগাইলের মির্জাপুরে সদ্য প্রয়াত সংসদ সদস্য বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি’র মৃত্যুর স্বরণে হালিম আধুনিক হাসপাতাল পরিবারের পক্ষ থেকে গত ২১ নভেম্বর (রবিবার) থেকে ২৪ নভেম্বর (বুধবার) পর্যন্ত এই চিকিৎসা ব্যবস্থা চালু থাকবে। এটি মির্জাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বাওয়ার কুমারজানী গ্রামে অবস্থিত হালিম আধুনিক হাসপাতাল। মির্জাপুর উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে গরীব ও হত দরিদ্র মানুষ এ চিকিৎসা পাচ্ছেন। এবং তারা অনেকটা উপকারী হচ্ছে এ চিকিৎসাসেবার মাধ্যমে। যার মধ্যে ডায়াবেটিস, কিডনি, ইসিজি,ব্লাড গ্রুপ, আল্ট্রাস্নোগ্রাফ, ইউরিড এ সকলকিছু বিনামূল্যে প্রয়োজনীয় পরিক্ষা নিরিক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। আবার অন্য যেসমস্ত চিকিৎসা রয়েছে তা স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে।
এব্যাপারে মির্জাপুর হালিম আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোঃ আল-আমিন উজ্জ্বল বলেন, আমরা বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মোঃ একাব্বর হোসেন এমপি’র মৃত্যুর স্বরণে গত ২১ নভেম্বর (রবিবার) থেকে জনসাধারণ ও হত দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিচ্ছি যাতে করে মানুষ কিছুটা উপকৃত হন। যে সকল রোগীর চিকিৎসা বাদ পড়বে তাদেরকে পর্যায়ক্রমে আরও দুই বাড়িয়ে দেওয়া হবে। যাতে করে কম বেশি সকলেই এই চিকিৎসা পান।