বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩, ০১:০৭ পূর্বাহ্ন

মির্জাপুরে ড্রামট্রাক-মোটরসাইকেল সড়ক দূর্ঘটনায় প্রবাসী জুলহাসের মৃত্যু
মোঃ আবুসালেহ (সজীব) মির্জাপুর, টাংগাইল / ৮০ ভিউ
সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

টাঙ্গাইল মির্জাপুরে ড্রামট্রাক ও মোটরসাইকেলের দূর্ঘটনায় প্রবাসী মোঃ জুলহাস সিকদার ড্রামট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন।ঘটনাটি গতকাল রাত ১০.৩০ মিনিটের দিকে ঘটেছে বলে জানা গেছে।

জুলহাস সিকদার(৩৫) মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পাঁচগাও গ্রামের মোঃ আফজাল সিকদারের ছোট ছেলে।

স্থানীয়রা জানায়,পাঁচগাও হোসেনমার্কেট এলাকার পুকুরপাড়ে (২৬ ফেব্রুয়ারি)শনিবার রাত আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে পূর্বদিক থেকে মাটিভরা ড্রামট্রাক আসার সময় জুলহাস তার মোটরসাইকেল নিয়ে পাশ কাটিয়ে যাবার সময় রাস্তার পাশে থাকা খেঁজুর গাছের সাথে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে চালক(জুলহাস) ডানদিকে পড়ে গিয়ে ড্রামট্রাকের চাকার নিচে পৃষ্ঠ হয়ে সাথে সাথেই মারা যান।মোটরসাইকেলের পিছনে বসা অপর আরোহী রাস্তা থেকে বামদিকে পড়ে গিয়ে কোনরকম প্রানে রক্ষা পায়।

জুলহাস সিকদার সৌদি আরব প্রবাসী ছিলেন।গত ১০ দিন আগে প্রবাস হতে ৩ মাসের জন্য দেশে আসছিলেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ড্রামট্রাকটি জব্দ করে তবে ড্রাইভারকে আটক করা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ