টাংগাইলের মির্জাপুরে পুষ্টকামুরী পূর্ব (সওদাগর পাড়া) প্রিমিয়ার লীগের উদ্যোগে ক্রিকেট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩:৩০ মিনিটে এই খেলা শুরু হয়ে বিকাল ৫:০০ টায় শেষ হয়। উক্ত ক্রিকেট খেলায় হাসান কিংস ও সওদাগর কিংস মোঃ মুরাদ দুইটি দল খেলায় অংশগ্রহণ করেন। টসে জিতে প্রথমে ব্যাটস করেন
মুরাদ কিংস টিমের দল ১২ ওভার অল ওইকেট হারিয়ে এ ৯৩ রানে টার্গেট দেন। এবং বিপরীত দল হাসান কিংস ১০ ওভার রান এ ৩ ওইকেট হারিয়ে ৯৮ রান করে বিজয়ী হন।
এসময় উপস্থিত ছিলেন, মির্জাপুর পৌর আওয়ামীলীগ এর ৪ নং ওয়ার্ডের সভাপতি শরব আলী (ফকির)
বিশেষ অতিথিঃ লাভলু, মজনু, মাসুদ, শাহিন ইসলাম, বিদেশী, রাজু।