টাংগাইলের মির্জাপুরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ জানুয়ারি ৪ (মঙ্গলবার) সকাল ১০ টায় মির্জাপুর রিপোর্টাস ইউনিটির সামনে কেক কেটে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন এবং মির্জাপুর উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতাকর্মীর সহযোগিতায় এই আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (সিয়াম) মির্জাপুর পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আবুবকর সিকদার ও সাধারণ সম্পাদক মোঃ ওয়াকিল আহমেদ এবং মির্জাপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ মোবারক হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন।
বক্তারা বলেন, ছাত্রলীগ দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা যুদ্ধসহ দেশের গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী ছাত্রলীগ। বঙ্গবন্ধুর আদর্শে গড়া এই সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ভ্যানগার্ড। বিএনপি-জামায়াতের নাশকতা থেকে দেশকে মুক্ত রাখতে রাজপথের অতন্দ্র প্রহরী ছাত্রলীগ। শিক্ষার্থীদের আস্থার সংগঠন ছাত্রলীগ