টাংগাইলের মির্জাপুরে বাওয়ার কুমারজানী খানকায়ে কাদরীয়া দরবার শরিফের উদ্যোগে এক বিশাল বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। আগামীকাল সোমবার (২০ ডিসেম্বর) বাদ আছর হইতে একদিন ব্যাপী ২৮ তম বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল শুরু হতে যাচ্ছে। স্থানঃ বাওয়ার কুমারজানী আলহাজ্ব হযরত মাওলানা মোঃ হুমায়ুন খান বেলালী পীর সাহেবের বাড়ি প্রাঙ্গণ।
উক্ত ওয়াজ মাহফিলে সভাপতি থাকবেনঃ আলহাজ্ব হযরত মৌঃ হাবিবুর রহমান, টাকিয়া কদমা এবং তাশরীফ আনবেন পীরজাদা সৈয়দ নুরুল্লাহ আল-কাদরী সাহেব, সাজ্জাদানশীন পীর, কালিয়াকৈর দরবার শরিফ।
উক্ত ওয়াজ মাহফিলে ওয়াজ ফরমাইবেনঃ
প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুল হাকিম জিহাদি। খতিব, কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ,ভালুকা,ময়মনসিংহ।
দ্বিতীয় বক্তাঃ আলহাজ্ব হাফেজ মোঃ রফিকুল ইসলাম,প্রধান শিক্ষক, কালিয়াকৈর মাদ্রাসা ও পেশ ইমাম, কালিয়াকৈর বাসষ্ট্যান্ড জামে মসজিদ।
তৃতীয় বক্তাঃঅন্ধ হাফেজ মোঃ শেখ ফরিদ, রৌমারী, কুড়িগ্রাম।