টাংগাইলের মির্জাপুরে মাদ্রাসা থেকে পালিয়ে আসে দুই কিশোর।
মির্জাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড বাওয়ার কুমারজানীর রেল স্টেশনে এ ঘটনা ঘটে। গত ১৬ অক্টোবর (শনিবার) দুপুর ৪:০০ টার দিকে কালীগঞ্জ থেকে ট্রেনে করে নেমে বিকাল আনুমানিক ৫:০০ টার দিকে মির্জাপুর রেল স্টেশন এ অবস্থান করেন। স্টেশনের লোকজন জানায় দুইজন কিশোর কে স্টেশনে বসে থাকতে দেখা যায়। কিশোর দুইজনে বাড়ি ফেরার জন্য অনেক চেষ্টা করলেও পারে নাই। তারা দুইজন ভয় ও আতংকে ছিলেন। তারা গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মোঃ রফিকুল ইসলামের ছেলে সিয়াম (১০) ও একই উপজেলার মোঃ বকুল মিয়ার ছেলে আব্দুল আহাদ (১২)। ট্রেন স্টেশনে থাকা লোকজন তাদেরকে দুইজনকে অনেক জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তারা বলে মাদ্রাসায় আমাদের অনেক মারদুর করে বলে আমরা ট্রেনে করে পালিয়ে আসি।
সে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার মারকাজুল কুরআন মাদ্রাসায় পড়েন।
পারিবারিক সূত্রে জানা যায়, মাদ্রাসার হজুররা অনেক খুজা খুজি করতে থাকেন এবং পরিবারকে বিষয়টি জানানো হয়।
এব্যাপারে মির্জাপুর থানার (এস আই) মোঃ মাহফুজুর রহমান (মাহফুজ) বলেন, খবর পাওয়া মাত্রই মির্জাপুর রেল স্টেশন থেকে দুই কিশোর সিয়াম ও আব্দুল আহাদকে উদ্ধার করা হয়। পরে তাদের দুইজন কে থানায় আনা হয়।