হে অগ্রজ সতীর্থবৃন্দ
এই বিদ্যালয়ে তােমাদের কেটেছে স্মৃতিময়, প্রীতিময় অনেক দিন। তােমাদের প্রাণােচ্ছল পদভারে এই বিদ্যালয়ের আঙিনা ছিল মুখরিত। তােমাদের সাহচর্যে আমরাও নানাভাবে উপকৃত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। তােমাদের সঙ্গে আমাদের স্নেহসিক্ত প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন। এই বিদায় আনুষ্ঠানিকতা মাত্র। একবার এই বিদ্যাময়ীর স্নেহতলে আশ্রয় নিলে তিনি কখনও কাউকে মন থেকে বিদায় দেন না। তােমরা শিক্ষাজীবনের এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হতে যাচ্ছ, যে জন্য তােমাদের অভিনন্দন। আসন্ন এসএসসি পরীক্ষায় তােমাদের সাফল্য কামনা করি।
হে অগ্রপথিকবৃন্দ
নবজীবনের আহ্বানে, আলােকিত জীবনের সন্ধানে তােমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে। লাখাে শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের দুঃখ, দারিদ্র ও অন্ধকার ঘুচিয়ে তােমরা গড়ে তুলবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ – এ আমাদের প্রত্যাশা। তােমরাই আনবে সােনালি উষার আলােকিত দিন।
তােমাদের নতুন অভিযাত্রা সফল হােক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ হাফিজুর রহমান ও সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম (রফিক) প্রধান শিক্ষক মির্জাপুর সরকারি এস. কে পাইলট উচ্চ বিদ্যালয় ও সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার।
আরও উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করে সকল শিক্ষক শিক্ষিকা ও সকল ছাত্র ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
হে অগ্রজ সতীর্থবৃন্দ
এই বিদ্যালয়ে তােমাদের কেটেছে স্মৃতিময়, প্রীতিময় অনেক দিন। তােমাদের প্রাণােচ্ছল পদভারে এই বিদ্যালয়ের আঙিনা ছিল মুখরিত। তােমাদের সাহচর্যে আমরাও নানাভাবে উপকৃত হয়েছি, সমৃদ্ধ হয়েছি। তােমাদের সঙ্গে আমাদের স্নেহসিক্ত প্রীতিময় বন্ধন যেন অটুট থাকে আজীবন। এই বিদায় আনুষ্ঠানিকতা মাত্র। একবার এই বিদ্যাময়ীর স্নেহতলে আশ্রয় নিলে তিনি কখনও কাউকে মন থেকে বিদায় দেন না। তােমরা শিক্ষাজীবনের এক স্তর থেকে আরেক স্তরে উন্নীত হতে যাচ্ছ, যে জন্য তােমাদের অভিনন্দন। আসন্ন এসএসসি পরীক্ষায় তােমাদের সাফল্য কামনা করি।
হে অগ্রপথিকবৃন্দ
নবজীবনের আহ্বানে, আলােকিত জীবনের সন্ধানে তােমরা এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে। লাখাে শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের দুঃখ, দারিদ্র ও অন্ধকার ঘুচিয়ে তােমরা গড়ে তুলবে সুখী, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ – এ আমাদের প্রত্যাশা। তােমরাই আনবে সােনালি উষার আলােকিত দিন।
তােমাদের নতুন অভিযাত্রা সফল হােক।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোঃ হাফিজুর রহমান ও সভাপতি জনাব মোঃ রফিকুল ইসলাম (রফিক) প্রধান শিক্ষক মির্জাপুর সরকারি এস. কে পাইলট উচ্চ বিদ্যালয় ও সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সরকার।
আরও উপস্থিত ছিলেন, মির্জাপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশীদ। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করে সকল শিক্ষক শিক্ষিকা ও সকল ছাত্র ছাত্রীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।