মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে স্বাধীনতার মাসে বৃহস্পতিবার বিকালে দাউদকান্দি পৌরসভার উদ্যোগে স্থানীয় ১৫ জন বীর মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
আলোচনা সভায় মহান মুক্তিযুদ্ধের বীরত্বগাঁথা সুদীর্ঘ ইতিহাস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবস্মরণীয় অবদান তুলে ধরেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র নাইম ইউসুফ সেইন বলেন,মুক্তিযোদ্ধারা জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ এবং সাহসিকতার কারণেই আজ আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক । তাদের কারণেই আজ আমরা স্বাধীনভাবে চলার ও বলার অধিকার পাচ্ছি। এদেশের মাটি-জলে নিজেদের বিকশিত করার সুযোগ পাচ্ছি । সুতরাং সেই শ্রেষ্ঠ সন্তানদের সম্বর্ধিত ও সম্মানিত করতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড.আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন,সাবেক কমান্ডার খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা কেএমআই খলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস সরকার ও বিশিষ্ট ক্রীড়াবিদ কামরুল হাসান গরীব, পৌরসভার সচিব সৈয়দ মনিরুজ্জামান
এসময় উপস্থিত ছিলেন, প্যালেল মেয়র মোঃ রকিবউদ্দিন আহম্মেদ রকিব, প্যানেল মেয়র এনামুল হক সরকার এমেল, সংরক্ষিত আসনের কাউন্সিলর খন্দকার নুরুননাহার, মোসাম্মৎ লাভলী আক্তার, মোসাম্মৎ তাসলিমা ,৫ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন খন্দকার সুমন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হক মীর,২ ওয়ার্ড কাউন্সিলর মো.শামীম দর্জি, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো.দেলোয়ার হোসেন প্রধান,৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকীব আহম্মেদ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন।