শুক্রবার, ২৪ মার্চ ২০২৩, ১০:৫৮ অপরাহ্ন

মুজিব বর্ষ উপলক্ষ্যে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরন বিতরন
মোঃ নাসিরুল ইসলাম ফুলবাড়ী প্রতিনিধি / ২৬৬ ভিউ
সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৪ মার্চ ২০২৩
মুজিব বর্ষ উপলক্ষ্যে কুড়িগ্রামে শারিরীক প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরন বিতরন করা হয়েছে।
বুধবার দুপুরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রাঙ্গনে তাদের মাঝে এসব সহায়ক উপকরন বিতরন করেন কুড়িগ্রাম সদর উপজলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন। এসময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালটেট (ফিজিও থেরাপিষ্ট) ডাঃ মাঃ আরিফুর রহমান উপস্থিত ছিলেন।

জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন বয়সী ২৫ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ারসহ বিভিন্ন উপকরন বিতরন করা হয়।

এছাড়াও প্রতিষ্ঠানটি প্রতিবন্ধী ও ঝুঁকিতে থাকা প্রতিবন্ধীদের ফিজিও থেরাপি, ও কুপশন থেরাপি, কাউন্সিলিং, দৃষ্টি ও শ্রবন মাত্রা নির্নয় কাজ করে আসছে।

এ সময় কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার নিলুফা ইয়াছমিন জানান, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীর পরিবারের অন্যান্য সদস্যসহ পাশাপাশি বসবাসকারীদের তাদের পাশে দাড়ানাসহ তাদের প্রতি সদয় ব্যবহার করার অনুরাধ জানান।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published.

More News Of This Category
জনপ্রিয়
সর্বশেষ