মেঘনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চালিভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত হয়েছেন, বীর মুক্তিযুদ্ধা মরহুম হাবিবউল্লাহ দেওয়ানের সুযোগ্য পুত্র বিশিষ্ট সমাজ সেবক ও রাজনৈতিক ব্যাক্তি চালিভাঙ্গা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক সফল মেম্বার খোকন দেওয়ান।
তিনি নির্বাচিত হওয়ায় অভিনন্দন শুভেচ্ছা জানিয়েছেন, মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ মিয়া রতন সিকদার।
নবনির্বাচিত মেম্বার খোকন দেওয়ান বলেন, আমার গ্রাম বাসী আমাকে পুনরায় ৫ নং ওয়ার্ডের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার নির্বাচিত করায় গ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে গ্রামের যেকোনো উন্নয়নে গ্রামের প্রতিটি জনগণকে সাথে নিয়ে একসাথে কাজ করে যাবো, আমার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের সুখে দুঃখে পাশে থাকতে পারি।