কুমিল্লা -১ (দাউদকান্দি -মেথনা) আসনের এমপি প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল ( অব.) সুবিদ আলী ভূঁইয়া ও তার স্ত্রী মাহমুদা ভূঁইয়া করোনায় আক্রান্ত হয়েছেন।
এমপির পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার (৩ আগস্ট) প্রথমে এমপি ও পরে স্ত্রী মাহমুদা ভূঁইয়ার জ্বর ও শরীর ব্যথা অনুভর করলে তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। (৪ আগস্ট) তাদের পজেটিভ রিপোর্ট আসে।
বর্তমানে তারা ঢাকাস্থ নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন।
দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন তার বাবা এমপি সুবিদ আলী ভূইয়া ও মা মাহমুদা ভূঁইয়া’র দ্রুত সুস্থতার জন্য দাউদকান্দি – মেঘনা উপজেলা বাসীর কাছে দোয়া চেয়েছেন।