মেহেরপুরের গাংনীতে ১৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গাংনী উপজেলার তেরাইল বাজার থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, মেহেরপুর সদর উপজেলার বাসস্ট্যান্ড পড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে হিরক(৪০) ও সুলতান আলীর ছেলে শাহেদ(৩০)।
মেহেরপুর ডিবি পুলিশের ওসি জুলফিকার আলী জানান, মেহেরপুর জেলার গাংনী উপজেলার তেরাইল বাজারে মাদক নিয়ে অবস্থান করছে, এমন সংবাদের ভিত্তিতে এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় এস আই রুবেল আহমেদ, এএসআই (নি:) আহসান হাবীবসহ অভিযান চালিয়ে ১৮ পিচ ইয়াবাসহ আটক করেন। তাদের বিরুদ্ধে গাংনী থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরো বলেন,তাদের বিরুদ্ধে এর আগেও মাদকের মামলা বিচারাধীন আছে।