মেহেরপুরের গাংনীতে পুলিশের অভিযানে ফেনসিডিলসহ তিন মাদক পাচাকারীকে আটক।
বুধবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করে।
আটককৃতরা হলো,কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার আফসার আলীর ছেলে বাদন্দী বাজারের মোটরসাইকেল মেকানিক ও মোটর সাইকেল মেকানিক সমিতির সভাপতি হাসান আলী(২৪), পলাশীপাড়ার মকবুল হোসেনের ছেলে শওকত (৪৫) ও মোহনের ছেলে রুবেল(২৬)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান,উপজেলার করমদী পাগলার পুল( ব্রিজ) এলাকায় মাদক পাচার হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এস আই রাজ্জাক এর নেতৃত্বে এএসআই মামুন-উর-রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দুটি ব্যাগে ৩৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আটককৃতদের মাদকদ্রব্য মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।