জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে শুক্রবার (২৭ আগস্ট) বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আসাদুজ্জামান রিপন,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী খানম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বী, পাবলিক প্রসিকিউটর পল্লব ভট্টাচার্য, মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সভাপতি আমিনুল ইসলাম খোকন প্রমূখ চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেহেরপুর জেলার ১৮ সংস্থার মাঝে ৫ লক্ষ ৬ হাজার টাকার করে চেক প্রদান করা হয়।